সংগঠণের বিভিন্ন পদের নাম ও তাদের দায়িত্ব

ছাত্র ও সমাজকল্যাণ সংগঠণ

সংগঠন ( Organization) একটি সামাজিক প্রক্রিয়া।

এতে একদল মানুষ একটি সংগঠন কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৎপর থাকেন। একটি সংগঠণকে পরিচালিত করার জন্য কাউকে কিছু না কিছু দায়িত্ব গ্রহণ করতে হয় অর্থাৎ নির্দিষ্ট কিছু পদ থাকে। এই সব পদে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিম্নরূপ : 


১) সভাপতি : সভাপতি সংগঠনের প্রধান। তিনি পদাধিকারবলে সকল সভায় সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে তিনি ভোটদানের অধিকারি নন। তবে অচলাবস্থা নিরসনের জন্য তিনি কাস্টিং ভোট দিতে পারেন। সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব। 


২) সহ-সভাপতি : সহ-সভাপতি সভাপতির সকল কাজে সহায়তা করেন। সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি সভাপতির দায়িত্ব ও ক্ষমতার অধিকারি হন। এ ছাড়াও তিনি তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন। 


৩) সাধারন সম্পাদক : সাধারন সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সভাপতির পরামর্শক্রমে সংগঠনের সভা আহ্বান করেন। তিনি প্রয়োজনবোধে অন্যান্য কর্মকর্তার ওপর বিভিন্ন দায়িত্ব অর্পন করেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করেন। সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্যে দায়ি থাকেন। প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর রিপোর্ট পেশ করেন। 



৪) সহ-সাধারন সম্পাদক : তিনি সাধারন সম্পাদকের সকল কাজে সহায়তা করেন। সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাধারন সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারি হন। এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন। 



৫) সাংগঠনিক সম্পাদক : প্রতিষ্ঠানকে সাংগঠনিক ভাবে সুদৃঢ় করতে সচেষ্ট থাকেন। সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন। সংগঠনের শৃঙ্খলা এবং ব্যাপ্তি ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান। সংগঠনের সভাপতির সঙ্গে আলোচনাক্রমে তিনি সংগঠনের সকল সভা আহ্বান করবেন এবং সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করার ব্যাবস্থা গ্রহণ করবেন । সংগঠনের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব ও প্রশাসনিক কার্যভার তার উপর ন্যস্ত থাকবে এবং কার্যকরী পরিষদ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও তাকে পালন করতে হবে । সংগঠনের নথিপত্র ও সম্পদ তাঁর তত্ত্বাবধানে থাকবে এবং এ ব্যাপারে তিনি একটি রেজিস্টার খাতা রাখবেন । সভাপতির সাক্ষর থাকবে । তিনি বছরের কার্যবিবরণী প্রস্তুত করবেন এবং তা কার্যকরী পরিষদেও অনুমোদনক্রমে, তা বার্ষিক সাধারণ সভায় পেশ করবেন ।


) সহ-সাংগঠনিক সম্পাদক: সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সহায়তা করেন। সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাংগঠনিক সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারি হন। এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন।  


৭) প্রচার সম্পাদক: পদের নামেই বোঝা যাচ্ছে তার কাজ কি হবে। মূলত প্রচার করাই প্রচার সম্পাদকের কাজ। তিনি যে সংগঠন বা প্রতিষ্ঠার প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হবেন সেই সংযুক্ত প্রতিষ্ঠান, সংঘ বা দলের যেকোনো কার্যক্রম সম্পর্কিত খবরাখবর অন্যান্য কর্মকর্তা এবং প্রয়োজনে সাধারণ মানুষের নিকট পৌছে দেয়ার জন্য তিনি মুখপাত্রের ভূমিকা পালন করেন। প্রচার কাজের জন্য তার আওতাধীণ অন্যান্য কর্মীরা থাকলে তাদেরকে পরিচালিত করাও তার কাজ। প্রচার কাজের জন্য সংযুক্ত চিঠি, নোটিশ, পোস্টার, ব্যানারসহ অন্যান্য ডকুমেন্ট তার দ্বায়িতে থাকবে।


৮) কোষাধ্যক্ষ : সংগঠনের যাবতীয় অর্থ তার মারফত ব্যাংকে জমা থাকে। তিনি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব রক্ষা ও প্রদান করেন। বিভিন্ন বিভাগের আয়-ব্যয়ের সমন্বয় করেন। 


৯) দপ্তর সম্পাদক : সংগঠনের যাবতীয় জিনিসপত্র দেখাশোনা ও সংরক্ষণ করেন। --এ ছাড়াও সংগঠনে অর্থ সংক্রান্ত, গবেষণা, তথ্য, , প্রকাশণা ইত্যাদি বিভাগে সম্পাদক থাকতে পারেন। 


১০) সদস্যমণ্ডলী : সংগঠনের কার্যকরী কমিটিতে একাধিক সদস্য থাকেন। তারা কার্যকরী কমিটি প্রদত্ত দায়িত্ব পালন করেন। একজন সদস্য তার কাজের জন্য কার্যকরী পরিষদের কাছে দায়ি থাকেন।

   
   স্বপ্নছায়া সংগঠণের সদস্য হতে চাইলে এখানে ক্লিক করুন।
  
Next Post Previous Post
34 Comments
  • Unknown
    Unknown October 12, 2019 at 9:21 PM

    সাংকিতৃক এর কাজ কি

    • Swapnochaya
      Swapnochaya February 14, 2020 at 1:48 AM

      বিভিন্ন ধরণের অনুষ্ঠান পরিচালনা করা

    • Apon mahmud
      Apon mahmud September 18, 2020 at 9:45 AM

      যুগ্ন সাধারন সম্পাদকের কাজ কি

  • Unknown
    Unknown October 12, 2019 at 9:23 PM

    সাংস্কৃতিক এর কাজ কি

    • Unknown
      Unknown October 12, 2019 at 9:25 PM

      সাংস্কৃতিক এর কাজ কি?

    • Apon mahmud
      Apon mahmud September 18, 2020 at 9:47 AM

      যুগ্ন সম্পাদকের কাজ কি

  • Unknown
    Unknown November 18, 2019 at 4:11 PM

    যুগ্ন সাম্পদক ও সহ সাধারণ সাম্পদক কোন পদটি বড়???

    • Anonymous
      Anonymous January 21, 2020 at 3:17 PM

      সহ সাধারণ সম্পাদক পদটি বড় কিন্তু দায়িত্ব বেশি যুগ্ন সাম্পদক এর।

    • Swapnochaya
      Swapnochaya February 14, 2020 at 1:49 AM

      ঠিক

  • Unknown
    Unknown December 4, 2019 at 12:16 AM

    সংগঠনের কার্যকরি সদস্য এর কাজ কি

    • Swapnochaya
      Swapnochaya February 14, 2020 at 1:49 AM

      সংগঠনের আনুসাংগিক কাজ করা

  • Unknown
    Unknown January 24, 2020 at 10:50 PM

    সভাপতি নাকি সাধারন সম্পাদক এর ক্ষমতা বেশি?

    • Swapnochaya
      Swapnochaya February 14, 2020 at 1:48 AM

      অবশ্যই সভাপতি

  • Unknown
    Unknown March 20, 2020 at 11:44 PM

    একটি সংঘটনের মাসিক চাদাগুলি কে সংগ্রহ করবে অর্থসম্পাদক নাকি আর কেউ

  • Swapnochaya
    Swapnochaya March 21, 2020 at 11:59 AM

    অর্থসম্পাদক

    • Unknown
      Unknown April 1, 2020 at 11:01 PM

      dhonnobad apnr gorottoh purno moth dewer jonno

    • Unknown
      Unknown April 1, 2020 at 11:02 PM

      আচ্ছা সাধারণ সম্পাদকের পর যুগ্ন সম্পাদক দেয়া হয়।তো যুগ্ন সম্পাদকের কাজ কি

  • Md. Abid
    Md. Abid May 9, 2020 at 12:03 PM

    নির্বাহী সম্পাদক আর সহ-সম্পাদকের মধ্যে পার্থক্য কি?

    • Swapnochaya
      Swapnochaya August 24, 2020 at 12:04 AM

      same

  • Unknown
    Unknown May 10, 2020 at 6:11 AM

    Joint Secretary ,সাংগঠনিক সম্পাদক,vice chairmen কোন পদটি বড় এবং কোনটি ছোট?

  • Unknown
    Unknown June 12, 2020 at 11:48 AM

    সভাপতি আর সহ-সভাপতির ক্ষমতা কি এক??

    • Swapnochaya
      Swapnochaya August 24, 2020 at 12:03 AM

      জি একই

  • Ashrafi Mithu
    Ashrafi Mithu August 8, 2020 at 5:26 PM

    ক্রীড়া সম্পাদকের কাজ কি

    • Swapnochaya
      Swapnochaya August 24, 2020 at 12:02 AM

      ক্রিড়া বিষয়ে চিন্তাভাবনা করে

  • দৈনিক ভোরের কাগজ
    দৈনিক ভোরের কাগজ September 9, 2020 at 11:42 AM

    যুগ্ন সম্পাদকএর কাজ কি

  • Nazrul Islqm
    Nazrul Islqm September 15, 2020 at 11:41 AM

    আহ্বায়ক এর কাজ কি?

  • Nazrul Islqm
    Nazrul Islqm September 15, 2020 at 11:41 AM

    আহ্বায়ক এর কাজ কি?

  • Unknown
    Unknown September 24, 2020 at 5:24 PM

    সম- বিষয়ক সম্পাদক এর কাজ কি

  • Unknown
    Unknown December 20, 2020 at 1:34 PM

    কার্যকরী সদস্য কি?

    কার্যকরী সদস্যের কাজ কি?

  • Unknown
    Unknown August 22, 2021 at 7:32 AM

    ছাত্র কল‍্যান সম্পাদক এর দায়িত্ব কি

  • Unknown
    Unknown September 28, 2021 at 5:44 PM

    সাধারণ সম্পাদক

  • Unknown
    Unknown October 3, 2021 at 12:02 AM

    যুগ্ম সম্পাদক এর মনে কি এবং দায়িত্ব কি

  • MD.azizul Islam Asif
    MD.azizul Islam Asif December 23, 2021 at 8:23 PM

    সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক এর মধ্যে পার্থক্য কী???

  • Explore to See More
    Explore to See More February 1, 2022 at 1:07 AM

    মহিলা বিষয়ক সম্পাদকের কাজ কী?

Add Comment
comment url