দলদলিয়া ইউনিয়নের নামকরণ

                                     দলদলিয়া নামটি যেভাবে এলো

দলদলিয়া

আতিক মেসবাহ লগ্ন:
উলিপুর উপজেলার একটি ইউনিয়নের নাম দলদলিয়া। তিস্তা নদীর পূর্বপাড়ে অবস্থিত উলিপুর উপজেলাধীন এ অঞ্চলটির জমি চাষাবাদের জন্য অত্যন্ত উর্বর ছিল। তিস্তা কিংবা বুড়ি তিস্তার পাশাপাশি ছোটবড় বেশ কয়েকটি নদী ও জলাভূমি থাকার কারণে চাষাবাদের জন্য এ ধরনের স্থান ছিল বিরল। মৌসুমি বন্যার কারণে পলি জমে এ অঞ্চলের মাটি আরও উর্বর হয়ে উঠেছিল।
বন্যার কল্যাণে ভূমি উর্বর হলেও এর ফলে স্থানীয় জনগনের দূর্ভোগেরও কমতি ছিল না। বন্যার পানি নেমে যাওয়ার পর জমির সীমানা নির্ধারন নিয়ে দলে দলে ঝগড়া ছিল নিত্যদিনের ঘটনা। আর এ ঝগড়া মীমাংসার জন্য পাশ্ববর্তী এলাকা থেকে মাতব্বরগণ আসতেন। কিন্তু বিভিন্ন দলীয় লোকের কাছে এই মীমাংসা মনঃপুত না হলে পুনরায় ঝগড়া কিংবা মারামারি হত। প্রতি বছরই এলাকায় এ ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হত। ফি বছর দলাদলির তিক্ত এই অভিজ্ঞতার ফলে এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ একমত হয়ে এই এলাকার নাম দেন দলদলিয়া।
Credit by www.ulipur.com
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url