করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিরোধ
![]() করোনা ভাইরাস |
রোগের লক্ষ্মণ:
জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।
এটি ফুসফুসে আক্রমণ করে।
সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ দেখা দেয়, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
সাধারণত
রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে (2-14)
দিন সময় নেয়।
K‡ivbv fvBivm msµgY Gov‡Z hv hv Rvbv
Riæwit
বিশেষজ্ঞরা সাধারণ কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন
এসব সতর্কতা
অবলম্বন করলে করোনাভাইরাসে সংক্রমিত হবার সম্ভাবনা কিছুটা হলেও কমে আসবে বলে
বিশেষজ্ঞরা মনে করেন। এ সতর্কতাগুলো কী? সেগুলো তুলে ধরা হলো।
১. গণপরিবহন
গণপরিবহন এড়িয়ে
চলা কিংবা সতর্কতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।
বাস, ট্রেন কিংবা অন্য যে কোন ধরণের
পরিবহনের হাতল কিংবা আসনে করোনাভাইরাস থাকতে পারে।
সেজন্য যে কোন
পরিবহনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং সেখান থেকে নেমে ভালোভাবে
হাত পরিষ্কার করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
২. কর্মক্ষেত্র
বিশেষজ্ঞরা বলছেন, হাঁচি-কাশি থেকে করোনাভাইরাস
ছড়ায়। যে কোন জায়গায় করোনাভাইরাস কয়েক ঘন্টা
এমনকি কয়েকদিন পর্যন্ত
সক্রিয় থাকতে পারে।
৩. জনসমাগম
যেসব জায়গায়
মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান এড়িয়ে চলা কিংবা বাড়তি সতর্কতার পরামর্শ
দিচ্ছেন বিশেষজ্ঞরা।
৪. ব্যাংক ও
আর্থিক প্রতিষ্ঠান
করোনাভাইরাসে
আক্রান্ত কোন ব্যক্তি যদি সে কলম ব্যবহার করে তাহলে পরবর্তী ব্যবহারকারীদেরও করোনা
সংক্রমণের ঝুঁকি থাকে।
সেজন্য নিজের কলম
আলাদা করে রাখতে পারেন। এতে সংক্রমণের ঝুঁকি কমবে।
এছাড়া টাকা
উত্তোলনের জন্য যে এটিএম বুথ ব্যবহার করা হয়, সেখান থেকেও সংক্রমণ হতে পারে। কারণ এটিএম বুথের বাটন অনেকে
ব্যবহার করে।
৫. লিফট
ভাইরাস সংক্রমণের
ক্ষেত্রে আরেকটি জায়গা হতে পারে বাড়ি কিংবা অফিসের লিফট।
লিফট ব্যবহারের
সময় নির্ধারিত ফ্লোরে যাবার জন্য লিফটের বাটন অনেকে ব্যবহার করছেন।
৬. টাকা-পয়সা
ব্যাংক নোট বা
টাকায় নানা ধরণের জীবাণুর উপস্থিতি শনাক্ত করার ঘটনা নতুন নয়।
বাংলাদেশের একদল
গবেষক গত বছরের অগাস্ট মাসে বলেছিলেন, তারা বাংলাদেশি কাগুজে নোট ও ধাতব মুদ্রায় এমন ধরণের
ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছেন, যা সাধারণত
মল-মূত্রের মধ্যে থাকে।
৭. শুভেচ্ছা বিনিময়
করমর্দন এবং
কোলাকুলির মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন
সবকিছুর মূল কথা হচ্ছে নিজেকে পরিচ্ছন্ন রাখা।
হাত না ধুয়ে
নিজের মুখমণ্ডল স্পর্শ করবেন না। এটি হলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে।
সংক্রমণ ঠেকানোর
জন্য নিয়মিত ভালোভাবে হাত পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন
বিশেষজ্ঞরা।
