দোকলা পাড়া স্বপ্নছায়া ছাত্র ও সমাজকল্যাণ সংগঠণ


স্বপ্নছায়া সংগঠণের সদস্য হওয়ার শর্তাবলী, লক্ষ , উদ্দেশ্য এবং কার্যপ্রণালী 
দোকলা পাড়া স্বপ্নছায়া ছাত্র ও সমাজকল্যাণ সংগঠণের সদস্য হওয়ার শর্তাবলী :
১. দোকলা পাড়া এর বাসিন্দা হতে হবে।
২. স্বেচ্ছায় সমাজের উন্নয়নের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩. গ্রামের উন্নয়নের লক্ষ্যে, অর্থ, শ্রম, মেধা দিয়ে যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
৪. ক্লাবের আভ্যন্তরীন সকল কর্মকান্ডে অরাজনৈতিক মনোভাব থাকতে হবে।
৫. সমাজে কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকা যাবে না।
৬. সর্বপরি, ক্লাব এবং রাষ্ট্রীয় সকল নিয়মনীতি ও আঈনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।।
দোকলা পাড়া স্বপ্নছায়া ছাত্র ও সমাজকল্যাণ সংগঠণের লক্ষ, উদ্দেশ্য এবং কার্যপ্রনালী :
১. গ্রামের অবকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছাশ্রম |
২. গ্রামের গরীব ছাত্র-ছাত্রী দের আর্থিক এবং অন্যান্য সহযোগিতা।
যেমনঃ বই, নোট, এবং ফ্রি টিউশন দিয়ে সাহায্য প্রদান ইত্যাদি।
৩. সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং খারাপ কাজ কাউকে করতে দেখলেই বাঁধা দেয়া।
. জন সচেতনতামূলক কার্যক্রম। যেমনঃ মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধ ,বৃক্ষরোপন অভিযান ইত্যাদি।
. অসুস্থ রুগীদের জরুরী প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান, এবং রক্তদানে সমাজের সবাইকে আগ্রহী করন।
৬. সকল বয়সী    মানুষের পাঠের উপযোগি একটি সামাজিক পাঠাগার গঠন।
7. সর্বোপরি, দোকলা পাড়া গ্রামকে সন্ত্রাস, মাদক, অশ্লীলতা, হিংসা, হানাহানি মুক্ত; শিক্ষিত, আধুনিক, কর্মতৎপর, সু-শীল, এক কথায় আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য সময়ের প্রয়োজনে যেকোন কার্যক্রম গ্রহন করা হবে।

সদস্য হতে চাইলে নিচে রেজিস্ট্রেশন এ ক্লিক করন-ঃ 
      Registration
     অথবা সদস্য হতে চাই



     যোগাযোগঃ
     দোকলা পাড়া স্বপ্নছায়া ছাত্র ও সমাজকল্যাণ সংগঠণ
                        দলদলিয়া, উলিপুর, কুড়িগ্রাম

Next Post
No Comment
Add Comment
comment url